দীর্ঘ আলোচনার পর সেনাদের বিশেষ ভাতা থেকে কী কী কিনতে হবে জানিয়ে দিল প্রতিরক্ষামন্ত্রক। সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে বার্ষিক ১০ হাজার টাকা বিশেষ ভাতা থেকে সেগুলো কিনতে হবে। যেমন, গরমের পোশাক ছাড়াও শার্ট অ্যাঙ্গোলা, উলের জার্সি, উর্দি ছাড়া সাদা পোষাক এবং বেল্ট, ব্যাজ, রিবনের মতো সামরিক সাজসরঞ্জাম কিনতে হবে। বিশেষ করে, সেনা জওয়ান ও জুনিয়র কমিশনড অফিসারদের জন্য এই নিয়ম প্রযোজ্য হচ্ছে। আগে এসব পোশাক সাধারণত অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকেই দেওয়া হত। সেই নিয়মের ব্যতিক্রম ঘটবে এবার থেকে। তবে কম্বল, রেনকোট, মশারি এগুলো মিলিটারি স্টোর থেকেই সরবরাহ করা হবে। পাশাপাশি সিয়াচেনের মতো দুর্গম অঞ্চলে কর্মরত জওয়ানদের বিশেষ পোশাকের ক্ষেত্রে পুরনো নিয়মই কার্যকর থাকছে।
Be the first to comment