বিশেষ প্রতিনিধি,
পুরুষদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে৷ মহিলাদের পোশাক কখনই ধর্ষণের কারণ হতে পারে না৷ এমনই দাবি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি বলেন ক্রমাগত হাস্যকর ভাবে দাবি করা হচ্ছে মহিলাদের পরিধানই ধর্ষণের কারণ৷ তিনি প্রশ্ন করেন যদি তাই হবে তাহলে একজন বয়স্ক মানুষের বা একটি শিশুর কী করে যৌন নির্যাতন হয়?
মন্ত্রী বলেন আইনি সংস্থাগুলির মহিলা সুরক্ষায় আরও বেশি কার্যকরী হওয়া জরুরি৷ তিনি বলেন “প্রতিটি ১০ টি এইরকম ঘটনায় দেখা যায় সাতজনই অত্যাচারিতকে চেনে৷ তারা কেউ আত্মীয়, বন্ধু বা প্রতিবেশি৷ আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে আরও বেশি সক্রিয় হতে হবে৷ আমি এটাই মনে করি৷”
তিনি বলেন “কোন বাহ্যিক বিষয়ের ওপর নির্ভর করা যায় যখন আপনি জানেন মানুষ মহিলাদেরই দোষারোপ করছে? কিছু মানুষ মহিলাদের জামা কাপড় নিয়ে কথা বলেন৷ তাহলে বৃদ্ধাদেরও কেন ধর্ষণের শিকার হতে হয়? কেন শিশুদেরও ধর্ষণ করা হয়?” এফআইসিসিআই এর অনুষ্ঠান “স্টোরিস দ্যাট ম্যাটার” এ যোগ দিয়ে তিনি একথা বলেন৷
Be the first to comment