দিল্লিতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন ৷ তবে ঘটনায় হতাহতের খবর নেই ৷ সূত্রের খবর, আজ ভোরে দিল্লির বিজওয়াসনের একটি গুদামে আগুন লাগে৷ তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ৷
একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে দিল্লিতে ৷ কিছুদিন আগে জুতোর কারখানায় আগুন লাগে ৷ সেদিনও সকালে উত্তর-পশ্চিম দিল্লির লরেন্স রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ দমকলের ২৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়েন্ত্রণে আনে ৷
তার আগে দিল্লির উত্তর পশ্চিমাংশে একটি কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে ৷ সেই আগুনের গ্রাসে মৃত্যু হয়েছিল ৯ জনের ৷ রাত সাড়ে ১২ টা নাগাদ আগুন লাগে ওই গুদামে। তিনতলার ওই বিল্ডিংয়ে কাপড়ের গুদাম ছিল একেবারে নীচে। জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে আগুন নেভানোর তেমন কোনও ব্যবস্থা ছিল না। পাশাপাশি সিঁড়ির সংখ্যাও ছিল একটি।
আহতদের দ্রুত উদ্ধারের পর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও অন্যান্য নিকটবর্তী হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, উত্তর দিল্লিতে ডিসেম্বরে ভয়াবহ আগুন লেগেছিল, সেখানে মৃত্যু ঘটেছিল ৪৩ জনের। সেবারের ঘটনায় কারখানার বেশিরভাগ শ্রমিক ঘুমিয়ে ছিলেন, ফলে মৃত্যুর কবলে পড়েন অনেকে।
Be the first to comment