দিল্লির হিংসায় মৃত বেড়ে ৪২

Spread the love

ধীরে ধীরে দিল্লির পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ গত ৩৬ ঘণ্টায় দিল্লিতে নতুন করে হিংসা ছড়ায়নি ৷ এক বিবৃতিতে একথা জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ পাশাপাশি গুজবে কান না দেওয়ার বার্তা দেওয়া হলো মন্ত্রকের তরফে ৷ যদিও মৃতের সংখ্যা বেড়ে হলো ৪২ ৷ এদিকে টানা অশান্তির পর আপাত শান্তি ফিরলেও তাকে স্বাভাবিক নয় বলে মনে করছেন অনেকেই ৷ তবে গোলমাল নিয়ন্ত্রণে মনে করেই আজ ১০ ঘণ্টার জন্য কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷

গত কয়েকদিনের চরম অশান্তির ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত ১৩০ জনকে গ্রেপ্তার করেছে ৷ আটক করা হয়েছে ৪০০-এর বেশি জনকে ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার অবধি ৪৮ টি FIR দায়ের হয়েছে ৷

অন্যদিকে পুলিশ অফিসার অঙ্কিত শর্মার খুনের ঘটনায় নেহেরি বিহারের AAP কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে হত্যা ও খুনের প্রমাণ লোপাটের মামলা দায়ের করলো দিল্লি পুলিশ ৷ আগেই AAP-র তরফে উত্তর-পূর্ব দিল্লির এই কাউন্সিলরকে বরখাস্ত করা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*