কোনো আমিষ খাবার দোকানের বাইরের দিকের তাকে প্রদর্শণ করা যাবে না। রাখতে হবে ভেতরের দিকে। সে রান্না করাই হোক বা কাঁচাই হোক। এমনটাই নির্দেশ দিলো দক্ষিণ দিল্লী পুর নিগম। তারা জানিয়েছে মানুষের আবেগ ও পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই নির্দেশ। নফজগড়ের কাকরোনা এলাকার এক পৌর প্রতিনিধি হেলথ কমিটির বৈঠকে বিলটি তুলে ধরেন। তারপর সেটা যায় পুরু নিগমের অফিসে। সেখানেই সিলমোহর পায় বিষয়টি। বিলে বলা হয়েছে কোনরকম মাংস দোকানদাররা দোকানের সামনের তাকে আমিষ খাবার প্রদর্শণ করতে পারবেন না। এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তেমন মানুষের আবেগে আঘাত হয়। তবে কোনমতেই এই নিয়ম আমিষ খাবারের ওপর নিষেধাজ্ঞা নয়। বিরোধিরা এই বিলের তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেসের বক্তব্য এটি মানুষের ব্যক্তিগত জীবন। যদি বিজেপি সত্যিই স্বাস্থ্য বিষয় নিয়ে মাথা ঘামায়, তবে তাদের উচিত যে রেঁস্তোরাগুলি নিয়ম কানুন ভাঙছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। সব দোকানের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করার কোনো মানেই হয় না।
Be the first to comment