দিল্লিতে আপাতত কোনও গাছ কাটা চলবে না। জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। সরকারি আধিকারিকদের বাংলো এবং মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য প্রায় ১৭০০০ গাছ কাটার পরিকল্পনায় আপাতত স্থগিত হয়ে রইল। চার জুলাই পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে হবে দিল্লি সরকারকে। দক্ষিণ দিল্লিতে সরকারি অফিসারদের বাংলো তৈরির প্রকল্পের জন্য ১৭০০০ গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবাদে সরব হয়েছিলেন দিল্লির বাসিন্দারা। গাছ কাটার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে আবেদন জানিয়েছিলেন কে কে মিশ্রা। সেই মামলাতেই সোমবার এই নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। দক্ষিণ দিল্লিতে প্রায় ২০,০০০ গাছ কাটার পরিকল্পনা হয়েছিল। এদিকে সিএজি রিপোর্টে দাবি করা হয়েছে দিল্লিতে এখনও ৯ লাখ গাছ কম রয়েছে। অর্থাৎ এমনিতেই পর্যাপ্ত গাছের অভাব রয়েছে রাজধানীতে। তার উপরে আরও ২০,০০০ গাছ কাটা হলে নতুন করে পরিবেশ সঙ্কট তৈরি হবে। এই বিপুল পরিমাণ গাছ কাটা গেলে আরও বিষাক্ত হয়ে উঠবে দিল্লির বাতাস।
Be the first to comment