দিল্লিতে জইশ-ই-মহম্মদের চার জঙ্গি উপস্থিত রয়েছে। এরকমই আশঙ্কার কথা জানালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রে আরও খবর, ৪ জঙ্গির কাছেই ভারী মাত্রায় অস্ত্রশস্ত্র রয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে দিল্লিজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। উৎসবের মরশুমে এই জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। দিল্লির জনবহুল এলাকাতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। এই পরিস্থিতিতে শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে হত্যার ছকের খবর কয়েকদিন আগেই পেয়েছিলেন গোয়েন্দারা। জানা গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর এক মেজর জইশের সঙ্গে হাত মিলিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছে।
গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই হামলার ছক কষা হয়েছে ৷ ৫ অগাস্টের পর থেকেই জইশ এদেশে আত্মঘাতী জঙ্গিদের পাঠাতে শুরু করেছে। পাকিস্তানি সেনার মদতে আত্মঘাতী জঙ্গিদের একটা বড় দলকে চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান অধিকৃত হাজি-পির সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা গেছে ৷ যদিও সে প্রচেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনা।
Be the first to comment