নির্ভয়া ধর্ষণ ও খুনে অপরাধীদের ফাঁসি দ্রুত কার্যকর করতে আবেদন জানিয়েছিলেন নির্ভয়ার বাবা-মা। আর সেই মামলার শুনানি স্থগিত করে দিল দিল্লির পাতিয়ালা আদালত। মামলার পরবর্তী শুনানির ধার্য করা হয়েছে ১৮ ডিসেম্বর।
প্রসঙ্গত, ২০১২ সালে নির্ভয়ার গণধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত ফাঁসির সাজা দেওয়ার আবেদন জানিয়ে মামলা করেছিল নির্ভয়ার পরিবার। সেই মামলার শুনানিতে এদিন অতিরিক্ত সেশন জাজ সতীশ কুমার অরোরা বলেন, যেহেতু এক অপরাধী অক্ষয় ঠাকুরে রিভিউ পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে হবে, তার আগে এই মামলার শুনানি করবে না আদালত।
এদিকে সাজা মকুবের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে ১৪ পাতার রিভিউ পিটিশন দাখিল করেছে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের অন্যতম দোষী অক্ষয় ঠাকুর। আগামী ১৭ ডিসেম্বর সেই রায় পুনর্বিবেচনার আর্জি শুনবে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। সেই কারণে তার পরের দিন অর্থাত্ ১৮ ডিসেম্বর এ দিনের মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
শুনানি স্থগিত হয়ে যাওয়ার পর নির্ভয়ার মা আশা দেবী বলেন, আমরা যখন ৭ বছর ধরে লড়াই করছি, তখন আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে পারব। ১৮ ডিসেম্বর তাদের মৃত্যুর পরোয়ানা জারি হবে।
Be the first to comment