দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ সেটিতে RDX রয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল ৷ তবে পরিস্থিতি আপাতত স্বাভাবিক ৷ আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়ে দিলো CISF ৷
শুক্রবার মধ্যরাত ১টা নাগাদ ৩ নম্বর টার্মিনালের গেটে একজন CISF প্রথমে কালো রঙের ব্যাগটি দেখতে পান ৷ খবর দেওয়া হয় বম স্কয়্যাডে ৷ স্নিফার ডগ দিয়ে শুরু হয় তল্লাশি ৷ পরে ওই ব্যাগটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ পরে একটি ঠাণ্ডা পাত্রে রাখা হয় ৷ আপাতত ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে ব্যাগটিকে ৷ তারপরই বিস্ফোরকের বিষয়টি নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন CISF আধিকারিক ৷
কিছুক্ষণের জন্য ওই টার্মিনালে যাত্রীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এর জেরেই আতঙ্ক ছড়ায় ৷ ভোর ৪টে নাগাদ আবার যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় ৷ নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷ CISF-র মুখ্য জনসংযোগ আধিকারিক অনিল পাণ্ডে বলেন, দ্রুত ব্যাগ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ভয়ের কোনও কারণ নেই ৷ এই মুহূর্তে বলা যাচ্ছে না ব্যাগের মধ্যে কী রয়েছে ৷ ২৪ ঘণ্টা পর বিষয়টি স্পষ্ট হবে ৷
Be the first to comment