দিল্লি বিমানবন্দরে যাত্রী পরিষেবা কাঠামোর ত্রুটি বিচ্যুতির কারণে বৃহস্পতিবার হাজার খানেক যাত্রীর ব্যাগ পাল্টাপাল্টি হয়ে যায়। পরপর কয়েকদিনের ছুটির কারণেই বিমানবন্দরে যাত্রীদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তারসঙ্গে পরিকাঠামোগত কিছু ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটে। জানা গেছে বেশির ভাগ ব্যাগেই পাওয়ার ব্যাঙ্ক ও লাইটার ছিল তাই নিরাপত্তা নিশ্চিত করার পর্যবেক্ষণ চলে বেশ কিছুক্ষণ ধরে। কিন্তু পরিকাঠামো ত্রুটিপূর্ণ থাকায় অনেক সময় ধরে যাত্রীদের অপেক্ষা করতে হয়। ঘটনার জেরে শুরু হয় তুমুল যাত্রী বিক্ষোভও।
সমস্যার সম্মুখীন হন হেমা মালিনী, অখিলেশ যাদব ও তাঁর স্ত্রীও, নিরাপত্তা নিশ্চিত হওয়ার ছাড়পত্র অনেক দেরি আসে। ফলে দীর্ঘক্ষণ বিমাবন্দরে তাঁরাও আটকে থাকেন।
উল্লেখ্য, ভিস্তারা বিমান সংস্থার পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, মূলত কিছু ত্রুটি বিচ্যুতির কারণেই এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এর জেরে ৩৩০০ ব্যাগ আটকে গিয়েছে।
সূত্রের খবর এমন ত্রুটি যাতে ভবিষ্যতে না হয় তাই বিমানবন্দর কতৃপক্ষ পেশাদার লোক নিযুক্ত করেছে।
Be the first to comment