শেষ রক্ষা হল না। দিল্লি বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময় সোনা ভর্তি ব্যাগ বাজেয়াপ্ত করলো পুলিশ। বুধবার সোনা পাচারের একটি বড় চক্রের পর্দা ফাঁস হয়, যার অন্যতম মাথা ছিলেন খোদ এয়ার ইন্ডিয়ার কর্মী। কমপক্ষে ৯৫ লক্ষ টাকার সোনা পাচার হচ্ছিল বলে খবর। ঘটনায় বিমান কর্মী সহ চার জনকে গ্রেফতার করেছে বিমানবন্দর পুলিশ।
যদিও সোনা বাজেয়াপ্ত করার সময় বিমানবন্দরে ছিলো না ওই এয়ার ইন্ডিয়া কর্মী।
জানা গিয়েছে, ব্যাঙ্কক থেকে দুই পাচারকারী দিল্লি বিমানবন্দরে সোনার ব্যাগ নিয়ে নামে। সিকিউরিটি চেকে দেখা যায় তাদের ব্যাগে আট কেজির জিনিস আছে। কিন্তু মেশিনে ধরা পড়ে ব্যাগের ওজন ১১ কেজি। তখনই দেখা যায় তিনটে সোনার বার ব্যাগে রয়েছে। দুই জনকে আটক করার পর জানা যায়, এই সোনার উপর আরও দুই পাচারকারীর ভাগ রয়েছে। যারা দিল্লির দ্বারকায় অপেক্ষা করছে। খোঁজ করে জানা যায় বাইরে অপেক্ষারত পাচারকারীদের মধ্যে একজন এয়ার ইন্ডিয়া স্যাটস কর্মী।
এরপর বুধবারই চার জনকে গ্রেফতারের পর জেরা করে পুলিশ। জানা যায়, এই সোনা আমেদাবাদে পাচার হত। ব্যাঙ্কক থেকে সোনার পাচার চলছিল অনেকদিন ধরেই। চক্রের অন্যতম মাথা এয়ার ইন্ডিয়ার কর্মী হওয়ায় এতদিন পাচার সহজ ভাবেই হয়ে আসছে। টাকার লোভেই এই অসাধু কাজ বলে জানিয়েছে ধৃত এয়ার ইন্ডিয়া কর্মী। চারজনকেই গ্রেফতার করে চলছে জেরা। তদন্তে দিল্লি পুলিশ।
Be the first to comment