৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি জানাল নির্বাচন কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ফেব্রুয়ারি মাসেই দিল্লির বিধানসভা ভোট। দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ৫ ফেব্রুয়ারি অর্থাৎ একদিনেই দিল্লির বিধানসভা নির্বাচন হবে। ৭০টির মধ্যে ৫৮টি আসন সাধারণ এবং ১২টি আসন তফশিলি জাতির জন্য সংরক্ষিত। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ভোটগণনা ৮ ফেব্রুয়ারি।

দিল্লি বিধানসভার সঙ্গে একই দিনে উপ-নির্বাচন হবে উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভায়, তামিলনাড়ুর ইরোদ বিধানসভা আসনে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “সব রাজনৈতিক দলের সদস্যেরই সমানভাবে পরীক্ষা করা হবে। আমরা এই বিষয়ে কোনও বিভাজন করি না৷”
এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, ১০ জানুয়ারি নোটিশ জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। স্ক্রুটিনি ১৮ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি। এরপর ৫ ফেব্রুয়ারি ভোট এবং ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি। পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের নাম উল্লেখ না করে তিনি বলেন, “একজনের হেলিকপ্টার পরীক্ষা করায় গত নির্বাচনে হইচই হয়েছিল। কুৎসিত ভাষা ব্যবহার করা হয়েছিল। কোথাও কোথাও তো নির্বাচনী আধিকারিকদেরও হুমকি দেওয়া হয়। এই অবস্থাতেও আমরা নিজেদের আটকে রাখি। ভোট প্রচার যেন শিষ্টাচার ও সভ্যতা মেনে হয়, এর দায়িত্ব তারকা প্রচারকদের এবং যাঁরা এই ভোটপ্রচারের সঙ্গে যুক্ত, তাঁদের কেউ মহিলাদের বিষয়ে যা খুশি তাই বলে দেন। এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর হবে। মহিলাদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা, শিশুদের ভোটে ব্যবহার করলে আমরা কড়া পদক্ষেপ করব। এটা আমাদের সতর্কবার্তা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*