বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দিল্লির বাসিন্দা বছর চোদ্দর দিব্য শর্মার; পড়ুন!

Spread the love
বাড়ির বাকি সদস্যরা ঘুমোচ্ছিলেন। আর সেই সুযোগেই সবার নজর এড়িয়ে বাবার বাইক নিয়ে বেড়িয়ে পড়েছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। চালাতে জানলেও সেভাবে ব্যালেন্স করা শেখা হয়নি। আর তার জেরেই ঘটল বিপত্তি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দিল্লির বাসিন্দা ১৪ বছরে দিব্য শর্মার।
পুলিশ জানিয়েছে, রবিবার সকালে এই ঘটনা ঘটেছে দিব্যর বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে পূর্ব দিল্লির আজাদ নগর মেট্রো স্টেশনের সামনে। জানা গিয়েছে, বেসালাম হয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা মারে বাইকটি। ছিটকে রাস্তায় পড়ে যায় ওই কিশোর। পুলিশ জানিয়েছে, তার মাথায় হেলমেট ছিল না। মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, তাঁদের ছেলে যে বাইক চালাতে জানে এটাই তাঁরা জানতেন না।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত আর একটি গাড়ির ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ। ওই গাড়িটি এবং তার পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য পলাতক চালকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এক পথচারী প্রথম দেখতে পান গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে ওই কিশোর। পাশে পড়ে রয়েছে একটি দুমড়ানো-মোচাড়ানো বাইক। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। স্থানীয়রাই খবর দেন পুলিশে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় দিব্যকে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মাথায় গুরুতর চোট আর অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে কিশোরের। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তীব্র গতিতে বাইক চালাচ্ছিল দব্য। আর সেই জন্যই বেসামাল হয়ে পড়ে সে। নিয়ন্ত্রণ হারিয়ে সটান ধাক্কা মারে অন্য একটি গাড়িতে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গাড়ির ভাঙা অংশ দেখে পুলিশের অনুমান সম্ভবত বাইক নিয়ে কোনও বাসে ধাক্কা মেরেছিল দিব্য শর্মা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*