অজ্ঞাতপরিচয় ব্যক্তির মুণ্ডহীন দেহ মিলল দিল্লিতে। দেহ থেকে কেটে ফেলা হয়েছে হাতও। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের তেগ বাহাদুর খালসা কলেজ বাস স্টপে একটি কালো প্লাস্টিকে মুড়ে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছে ওই দেহ।
খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল আটটা নাগাদ এক পথচারী ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ব্যাগ থেকে রক্ত চুঁইয়ে পড়ছিল। তদন্তকারী অফিসারেরা পৌঁছে দেখেন, ব্যাগের মধ্যে ভরা রয়েছে একি দহে। মুণ্ড নেই। হাত নেই। অনুমান, নৃশংস ভাবে খুন করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
পুলিশের অনুমান, মৃতের পরিচয় গোপন করতেই মাথা কেটে ফেলেছে দুষ্কৃতীরা। আগেও এমনটা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে নেই দু’টি হাতও। “হয়তো হাতে কোনও চিহ্ন ছিল, ট্যাটু বা অন্য কিছু। যা দেখে মৃতের পরিচয় বোঝা যাওয়া সম্ভব ছিল। তাই নিশ্চিত হওয়ার জন্য কেটে নেওয়া হয়েছে হাতও। হাত আর মাথার কোনও খোঁজ পাইনি আমরা।”– বলেন এক তদন্তকারী অফিসার।
বিভিন্ন পুলিশ স্টেশন থেকে নিখোঁজের তালিকা আনিয়ে মেলাতে শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকাতেও খবর দেওয়া হয়েছে বিচ্ছিন্ন হাত ও মাথার তল্লাশি চালানোর জন্য। এই মুহূর্তে মৃতের পরিচয় খুঁজে বার করাটাই সব চেয়ে জরুরি বলে জানাচ্ছে পুলিশ। আশপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment