নিজের মাকে বউয়ের অত্যাচার থেকে মুক্ত করতে হিমশিম অবস্থা এক ব্যক্তির; পড়ুন!

Help concept with hand silhouette behind a curtain.Victim reaching for help behind a curtain.
Spread the love
দিল্লি হাই কোর্টের নির্দেশ ধোপে টিকছে না।রাজধানীতে প্রবীণদের উপর অত্যাচার বেড়েই চলেছে। এবার নিজের মা-কে বউয়ের অত্যাচার থেকে মুক্ত করতে হিমশিম অবস্থা ব্যক্তির।
ঘটনাটি দক্ষিণ দিল্লির একটি এলাকায়। নিজের শাশুড়িকে তিন মাস ঘরে আটকে অত্যাচার চালাচ্ছিলেন মহিলা। স্বামীর থেকে আলাদা হয়ে শাশুড়িকে রীতিমত জোর করে নিজের সঙ্গে নিয়ে যান তিনি। ঘরে আটকে চলে অত্যাচার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুক্রবার রাতেই মহিলার বাড়ি হানা দেয় দিল্লি মহিলা কমিশন।
তিন মাস ধরে বৃদ্ধার সঙ্গে তাঁর ছেলেকে দেখা করতে দেননি বউমা বলে অভিযোগ। দরজা খুলতেই জীর্ণ দশায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়।বৃদ্ধার ওষুধ থেকে জামা-কাপড় সব কেড়ে নেওয়ার অভিযোগ বউমার বিরুদ্ধে। উদ্ধারের সময় বৃদ্ধার গায়ে পাতলা সেমিজ ছিল বলে জানাচ্ছে মহিলা কমিশন।
গত তিন মাস ধরেই চলছে এই অত্যাচার। বার বার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। অবশেষে মা-কে উদ্ধার করতে ১৮১ নম্বর ডায়েল করেন ব্যক্তি। দিল্লি মহিলা কমিশনের হেল্প লাইন নম্বর-১৮১। তারপরই দেরি না করে বৃদ্ধাকে উদ্ধার করে মহিলা কমিশন। পুলিশকে সঙ্গে নিয়ে মহিলার বাড়ি হানা দেয়।
লিখিত দিয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করেন ব্যক্তি। মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত বৃদ্ধা হাসপাতালে ভর্তি। আইনি জটিলতা এড়াতে বৃদ্ধা মা ও নিজের নাম গোপনে রেখেছেন ব্যক্তি।
দিল্লিতে মা-বাবার উপর ছেলে মেয়েদের অত্যাচার ঠেকাতে আইন জারি করেছিল হাই কোর্ট। অত্যাচারের অভিযোগ আসলেই অভিযুক্ত সন্তানের বাবার সম্পত্তির উপর অধিকার থাকবে না বলে নির্দেশ জারি করা হয়। পাশপাশি,ছেলের বউ বা মেয়ের স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আসলেও কঠিন পদক্ষেপের কথা ঘোষণা করে আদালত। সেই নির্দেশ জারির পরও দিল্লিত বাড়ছে প্রবীণদের উপর অত্যাচার। যা ঠেকাতেই ২৪ ঘণ্টা হেল্পলাইন খোলা রাখছে দিল্লি মহিলা কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*