দিল্লির মাণ্ডাভেলিতে ৩ শিশুকন্যার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ অপুষ্টিতে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ বুধবার অসুস্থ হয়ে পড়ে ৩ শিশুকন্যা ৷ আজ ফের মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ আজ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মাণ্ডাভেলিতে যাওয়ার কথা উপমুখ্যমন্ত্রীর ৷ শিশুদের পরিবারের সঙ্গে কথা বলবেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷
মাণ্ডাভেলির একটি বস্তিতে তারা থাকতেন ৷ কিন্তু সম্প্রতি বর্ষায় তাদের বাড়ি ভেঙে যাওয়ায় তালাব চকে বাড়ি ভাড়া নিয়ে চলে যায় ৷ যেই বাড়িতে বাড়া থাকতেন তারা জানতে পারে যে সোমবার রাতে অজ্ঞান হয়ে যায় তিনটি শিশু ৷ এরপর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানায় যে পিত্তথলি পিত্তরসে ভর্তি ছিল ৷ অনাহারের জেরে অপুষ্টির কারণে তিনজনের মৃত্যু হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, প্রাথমিক ময়নাতদন্তে জানা গিয়েছে অনাহারের জেরে মৃত্যু হয় শিশু তিনটির ৷ তাদের বয়স ৮ বছর, ৪ বছর ও ২ বছর ৷ তাদের মা মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে ৷ মেয়েগুলির বাবা পেশায় রিকশা চালায় ৷ তাদের বাবা মঙ্গলের বাড়ি মেদিনীপুরে। কয়েক বছর আগে চাকরির সন্ধানে তারে সপরিবার দিল্লি চলে যায় ৷
Be the first to comment