সিগারেটের দোকানের খোঁজ চাইতে গিয়ে বিপত্তি, প্রকাশ্য দিবালোকে কোপানো হল দুই যুবককে

Spread the love

ধূমপান মৃত্যুর কারণ! এ বার সেটাই সত্যি হল রাজধানীর রাস্তায়। তবে সিগারেট খেয়ে মৃত্যু নয়, বরং সিগারেটের দোকানের খোঁজ চাইতে গিয়েই হল বিপত্তি। প্রথমে বেধড়ক মার, পরে ছুরি দিয়ে প্রকাশ্য দিবালোকে কোপানো হল দুই যুবককে। ঘটনাটা দিল্লির রোহিনির কাছে বিজয় বিহার এলাকার। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অন্য জন।

ঘটনাটা ঠিক কী? রবিবার সকালে রোহিনি এলাকায় হাঁটছিলেন রাহুল এবং নভীন নামে দুই ভাই। রাহুল জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) ল্যাব অ্যাসিট্যান্টের কাজ করেন। তিনি রোহিনিরই বাসিন্দা। নভীন এসেছিলেন অন্য শহর থেকে। এক পথচারীর কাছে সিগারেটের দোকানের খোঁজ চাইতে গিয়েই শুরু হয় বিপত্তি।
পুলিশ জানিয়েছে, ওই পথচারী মদ্যপ অবস্থায় ছিলেন। নভীনের প্রশ্ন শুনেই ওই ব্যক্তি তর্ক জুড়ে দেন। কথা কাটাকাটি বাড়তে থাকলে ওই ব্যক্তি তাঁর আরও কয়েকজন সাগরেদকে ডাক দেয়। সবাই মিলে রাহুল ও নভীনকে মারতে শুরু করে। মারধরের মাঝেই আততায়ীদের কেই একজন ছুরি বার করে দু’জনকেই এলোপাথাড়ি কোপাতে শুরু করে দেয়।
ঘটনা দেখে আশপাশ থেকে লোকজন ছুটে এলে চম্পট দেয় আততায়ীরা। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। আসঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন নভীন।
পুলিশ জানিয়েছেন, ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক জন নাবালক।
রাজধানীতে দিন দিন মাত্রা ছাড়াচ্ছে অপরাধের সংখ্য়া। খুন, ধর্ষণ থেকে ডাকাতি, চোরাচালান কোনও কিছুই বাদ যাচ্ছে না। নিতান্ত মামুলি কারণেই দিল্লির পথে খুনের ঘটনা ঘটেছে মোট ১৬৭টি। তার মধ্যে চলতি বছর এপ্রিল পর্যন্ত সেই সংখ্য়াটা ২৭।পুলিশ জানিয়েছে, বছরের প্রথম দিকেই এমনই একটা কারণে খুন হতে হয়েছিল এক যুবককে।  সিগারেট না দেওয়ার কারণে তাঁকে নির্মম ভাবে খুন করেছিল আততায়ীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*