চলতি নভেম্বরে এই নিয়ে চারবার! ঘড়িতে তখন রাত সাড়ে ৯টা। ফের কম্পন অনুভূত হল দেশের রাজধানীতে। ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিখটার স্কেলে তীব্রতা ২.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে। নয়াদিল্লি থেকে ৮ কিমি পশ্চিমে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
প্রসঙ্গত, নভেম্বর মাসে দেশের বিভিন্ন অংশে ভূমিকম্প হচ্ছে। চলতি মাসের শুরুতেই রাজধানী দিল্লিতেই ভূমিকম্প হয়েছিল তিনবার, তাও আবার মাত্র তিন দিনের মধ্যে! এর আগে, নভেম্বরেই ভূমিকম্প হয়েছিল পাঞ্জাবের অমৃতসর ও লাগোয়া এলাকায়। তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১। কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশও। ১৬ নভেম্বর, বুধবার রাতে কম্পন টের পাওয়া গিয়েছিল মান্ডি শহর থেকে ২৭ কিমি উত্তর ও উত্তর-পশ্চিমে। উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিমি গভীরে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১।
Delhi-Earthquake-november-4times
Be the first to comment