দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন; শোকপ্রকাশ প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীর, ঘোষণা আর্থিক সাহায্যের

Spread the love

রবিবাসরীয় সকালে আতঙ্কে ঘুম ভাঙলো আনাজ মান্ডির বাসিন্দাদের ৷ আগুনের ভয়াল গ্রাস কেড়ে নিল কম করে ৪৩টা প্রাণ ৷ ঘটনার পরই দ্রুত পদক্ষেপ করেছে সরকার ৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ প্রতিটা মুহূর্তের খবর রাখছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ঘটনাস্থলে পৌঁছন তিনি নিজেও ৷ ঘটনায় মৃত ও জখমদের জন্য আর্থিক সাহায্যর কথাও ঘোষণা করেন তিনি ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷

আজ দুর্ঘটনার খবর পাওয়ার পরই টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি লিখেছেন, ‘এটা একটা ভয়ঙ্কর ঘটনা ৷’ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামণা করেছেন ৷ সবরকম সরকারি সাহায্যের আশ্বাসও দিয়েছেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷ যাতে আহতরা দ্রুত সেরে ওঠেন তার জন্য প্রার্থনাও করেছেন ৷

ঘটনার খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পুরো বিষয়টার উপর তিনি নজর রাখছেন বলেও জানিয়েছেন ৷ আহতদের আরোগ্য কামনা করার পাশাপাশি যে কোনও সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ পাশাপাশি দিল্লি সরকারের তরফে মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে এবং জখমদের চিকিৎসা খরচের পাশাপাশি ১ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ৷ দিল্লি বিজেপির তরফে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং জখমদের ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলের তরফেও আর্থিক সাহায্য করা হবে ৷

মৃতদের পরিবারকে ২ লাখ ও জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*