দিল্লির অগ্নিকাণ্ডে ১১ জনের জীবন বাঁচিয়ে ‘হিরো’ রাজেশ শুক্লা

Spread the love

প্রথমে ভেবেছিলেন ভিতরে অল্প কয়েকজন আটকে রয়েছে। কিন্তু শীঘ্রই সেই ভুল ভাঙে। দিল্লির আনাজ মান্ডির কারখানায় ঢুকে বুঝতে পারেন অল্প কয়েকজন নয়, বেশ কিছু লোক আটকে রয়েছে ভিতরে। এরপরেই তিনি শুরু করেন উদ্ধারকাজ। দিনের শেষে ১১ টি জীবন বাঁচিয়ে তিনি এখন ‘রিয়েল হিরো’। তাঁর নাম রাজেশ শুক্লা। পেশায় দমকলকর্মী। তাঁর প্রশংসা করেছেন খোদ দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

আজ ভোরে উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ৩০ টি ইঞ্জিন। এই দমকলকর্মীদের একজন রাজেশ শুক্লা। বাইরে থেকে দেখে আগুনের ভয়াবহতা বুঝতে পারেননি তিনি। ভেবেছিলেন, অল্প কয়েকজন হয়তো ভিতরে আটকে রয়েছেন। কিন্তু কারখানার ভিতরে ঢুকতেই তাঁর সে ধারণা বদলায়। রাজেশ বলেন, কারখানায় ঢুকে দেখি দু’জনের জ্ঞান রয়েছে কিন্তু বাকি অনেকে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন।

যে দু’জনের জ্ঞান ছিল তাদের প্রথমে উদ্ধার করেন রাজেশ। তারপর গ্যাস মাস্ক পরে ফের কারখানায় ঢোকেন। রাজেশ জানান, যখন কারখানায় আগুন ছড়াতে শুরু করে তখন তিনি আরও ৩০ জনকে সেখানে দেখতে পান যারা অচেতন অবস্থায় পড়েছিল। তাদের মধ্যে উদ্ধার করেন ১১ জনকে। উদ্ধারকাজ চলাকালীন পায়ে আঘাত লাগে রাজেশের।

আহত রাজেশকে দেখতে হাসপাতালে যান দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রী সত্যেন্দ্র জৈন। রাজেশকে তাঁর সাহসিকতার জন্য প্রশংসা করেন। তাঁকে ‘রিয়েল হিরো’ বলেও সম্বোধন করেন মন্ত্রী। পরে মন্ত্রী টুইট করেন, “দমকলকর্মী রাজেশ শুক্লা দিনের আসল নায়ক। উনি ১১ জনের জীবন বাঁচিয়েছেন। উনি নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে গেছেন। এই সাহসী হিরোকে আমার সেলাম।

দিল্লির কারখানায় আগুনে এখনও পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান । উদ্ধার করা হয়েছে 50 জনকে । মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরওয়াল মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে এবং আহতদের 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ।

কী কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় । ইতিমধ্যেই দিল্লি পুলিশ কারখানার দুই মালিকের বিরুদ্ধে FIR দায়ের করেছে । দুই মালিকের মধ্যে রেহান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*