ফের আগুন লাগল উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায়। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
রবিবার ভোরে এখানেই আগুন লাগে ৷ মোট ৪৩ জনের মৃত্যু হয় ৷ দমকলের ৩০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ৫৯ জনকে উদ্ধার করা হয় ৷ দমকল সূত্রে খবর, ৬০০ স্কোয়্যার ফিটের প্লটের ভিতরে স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী মজুত ছিল ৷ ভোরে সেখানেই আগুন লাগে। শীতের সকালে আগুন জ্বালিয়ে ঘর গরম করার চেষ্টা করছিলেন শ্রমিকরা ৷
প্রাথমিক অনুমান সেখানে থেকেই আগুন লেগেছিল। তবে শর্টসার্কিটকেও আগুন লাগার কারণ হিসেবে জানানো হয়েছিলো। আজ সেই একই জায়গা থেকেই আগুন লাগার খবর পাওয়া যায়। ধোঁয়া বের হতে শুরু করে বিল্ডিং থেকে।
Be the first to comment