শুনসান রাস্তায় দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে এলোপাথাড়ি ঘুরে সটান ধাক্কা তিন পথচারী মহিলাকে। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ি পিষে দিল একজনকে। বাকি দু’জনও মারাত্মক ভাবে জখম। ততক্ষণে রাস্তায় জড়ো হয়েছেন এলাকার বাসিন্দারা। গাড়ি চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।
ঘটনাটা ঘটে মঙ্গলবার বিকেলের দিকে।
দিল্লির রানি ঝাঁসি ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শান্নো দেবী নামে এক মহিলার। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় কৃপালি দেবী ও গীতা। দু’জনের বয়স পঞ্চাশের কাছাকাছি। স্থানীয়েরাই তাঁদের উদ্ধার করে বড় হিন্দু রাও হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অম্বুজ গর্গ। বয়স ৪৭ বছর। পেশায় চিকিৎসক অম্বুজ স্যর গঙ্গারাম হাসপাতালে কর্মরত। দুর্ঘটনা ঘটে ফ্লাইওভার থেকে ২০ মিটার দূরত্বে। ওই তিন মহিলা সদর বাজার এলাকায় একটি কারখানায় কাজ করেন। ঘটনার দিন বিকেলে তাঁর বাড়ি ফিরছিলেন। সেই সময় অম্বুজের গাড়ি পিষে দেয় শান্নোকে। গীতা জানিযেছেন, লাগামছাড়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত। ধাক্কা লেগে তাঁরা ছিটকে পড়ার পর পালানোর চেষ্টাতেই ছিলেন তিনি। তবে স্থানীয়েরাই তাঁকে ধরে ফেলেন।
অম্বুজকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁর রক্তে অ্যালকোহল পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। ঘটনার দিনের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment