করোনায় আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে তাঁকে রাজধানীরই অন্য একটি কোভিড হাসপাতালে সরানো হয়েছে। জানা গিয়েছে, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে।
সোমবার রাতে জ্বর থাকায় দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।প্রথমবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয়বার দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
ওই হাসপাতালেই তাঁর করোনার চিকিত্সা শুরু হয়েছে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে দিল্লিরই অন্য একটি হাসপাতালে সরানো হয়েছে বলে জানা গিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের ফুসফুসে সংক্রমণ বেড়ে গিয়েছে। অক্সিজেন সাপোর্ট নিচ্ছেন তিনি। তাঁকে সুস্থ করতে প্লাজমা থেরাপির সাহায্য নেওয়ার ভাবনা চিকিৎসকদের।
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ঠিক তার পরের দিনই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সত্যেন্দ্র জৈন।
Be the first to comment