শবরীমালা বিতর্ক এখনও জ্বলন্ত। সুপ্রিম কোর্ট মহিলাদের প্রবেশাধিকার ঘোষণা করার পরেও বহাল রয়েছে বাধা। প্রাচীন বিশ্বাসের অন্ধত্ব এখনও জারি সেখানে। জারি অধিকারের দাবিতে লড়াইও। এমনই আবহে ফের আর একটি ধর্ম ক্ষেত্রে মেয়েদের প্রবেশাধিকার নিয়ে শুরু হল মামলা। দিল্লির নিজামুদ্দিন দরগায় মেয়েদের প্রবেশের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন আইনের এক ছাত্র।
দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগার ভিতরে মহিলাদের প্রবেশের অধিকার নেই কোনও দিনই। সম্প্রতি কিছু ছাত্রছাত্রী এই দরগা দর্শনে যান। কিন্তু সেখানে গিয়ে বাধা পান তরুণীরা। তাঁরা বিষয়টি জানতে চেয়ে দরগা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান, দিল্লি পুলিশের সঙ্গেও কথা বলতে যান। কিন্তু কোনও তরফেই উত্তর পাওয়া যায়নি। তাই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের মধ্যে এক ছাত্রের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি আগামী সপ্তাহেই হবে
কমলেশ কুমার মিশ্র নামে ওই ছাত্র এই আবেদন জানিয়েছেন। কেন্দ্র, দিল্লি সরকার, পুলিশ এবং নিজামুদ্দিন দরগার ট্রাস্টের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে মহিলাদের ওই দরগার ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শবরীমালার রায়ের কথা উল্লেখ করে ওই ছাত্র জানিয়েছেন, দেশের রাজধানীতে এভাবে মহিলাদের বঞ্চিত করা ঠিক নয়।
আবেদনে এ-ও বলা হয়েছে, ”নিজামুদ্দিন দরগা জনসাধারণের জন্য। এটি একটি ‘পাবলিক প্লেস’। আর যে কোনও পাবলিক প্লেসে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা সংবিধান-বিরোধী।” আরও উল্লেখ করা হয়েছে যে হাজি আলি দরগা বা আজমের শরিফ দরগায় কিন্তু মহিলাদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা নেই।
Be the first to comment