CAA ইস্যুতে দিল্লি পুলিশকে নোটিস হাইকোর্টের

Spread the love

দু’দিন ধরে দিল্লির মৌজপুর, জাফরাবাদ-সহ আশপাশের এলাকায় CAA ইস্যু নিয়ে সংঘর্ষ চলছে ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের ৷ জখম শতাধিক ৷ এই মামলার শুনানিতে বুধবার দিল্লি পুলিশকে নোটিস দিল দিল্লি হাইকোর্ট ৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ সাড়ে ১২টা নাগাদ ফের এই মামলায় শুনানি করবে ৷ সে সময় দিল্লি পুলিশের শীর্ষকর্তাদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

CAA ইস্যু নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন হর্ষ মান্দর নামে এক ব্যক্তি ৷ মৃতদের পরিবার যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ পায় এবং এই ঘটনায় যাতে নিরপেক্ষ বিচার হয়, তাই এই মামলা দায়ের করা হয়েছে ৷ এছাড়া, সেই সমস্ত নেতাদের গ্রেপ্তারের আবেদনও করা হয়েছে, যারা জনতাকে উত্তেজিত করার মতো ভাষণ দিয়েছিলেন ৷ দিল্লির আইন ব্যবস্থা ঠিক রাখার জন্য কেন্দ্রীয় সরকার আধা সেনা মোতায়েন করুক, এই আবেদনও করা হয়েছে ৷  

দিল্লির এই সংঘর্ষে আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, CCTV ফুটেজ খতিয়ে দেখা, মহিলা ও শিশুদের সুরক্ষা, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয়েছে ৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, পরবেশ বর্মা ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আবেদন জানানো হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*