সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার বিরুদ্ধে FIR চেয়ে পিটিশন, কেন্দ্রকে নোটিস হাইকোর্টের

Spread the love

পাঁচদিন কেটে গেলেও দিল্লির পরিবেশ এখন থমথমে ৷ আর তারই মাঝে শুক্রবার দিল্লি হিংসা সংক্রান্ত তিনটি আবেদনের শুনানিতে দিল্লি পুলিশ, দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল হাইকোর্ট ৷ এগুলির মধ্যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী,আসাদউদ্দিন ওয়াইসি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে FIR দায়েরের আবেদনটিও ছিল ৷

প্রথম পিটিশনটি দায়ের করেছিলেন অজয় গৌতম নামে ব্যক্তি। উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় কারা জড়িত তা জানতে বেআইনি ক্রিয়াকলাপ প্রতিরোধ আইনে তদন্তের দাবিতে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। এদিকে সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়ে উস্কানিমূলক বক্তব্যের জন্য সমাজকর্মী হর্ষ মন্দার, স্বরা ভাস্কর সহ কয়েকজনের বিরুদ্ধে NIA তদন্ত চেয়ে আবেদন করেছিলেন সঞ্জীব কুমার নামে একজন। আর বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ওয়াইসি ভ্রাতৃদ্বয়, মণীশ সিসোদিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়েরের আবেদন জানিয়ে তৃতীয় পিটিশনটি দায়ের করেছিলেন বিজেপির লিগাল সেলের সদস্যরা।

এই তিনটি পিটিশন নিয়েই আজ কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিস দিয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানি ৩০ এপ্রিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*