পরিস্থিতি চরম ভয়াবহ, রাজধানীতে বাড়ল লকডাউনের মেয়াদ

Spread the love

রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অক্সিজেন চেয়ে কাতর আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হল। শনিবার কেজরিওয়াল একটি টুইট করে জানিয়েছেন, ‘দিল্লির লকডাউনের মেয়ার আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হল।’

দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তায় রেখেছে কেজরিওয়াল সরকারকে। হাসপাতালগুলির অবস্থা, বাড়ন্ত অক্সিজেন নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা। এই অবস্থায় লকডাউন তুলে নিলে সংক্রমণের হার স্বাভাবিকভাবেই আরও বাড়ত। তেমনটা হলে রাজধানীর স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। তাই ঝুঁকি নিতে রাজি হননি দিল্লি সরকারের কর্তাব্যক্তিরা। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্তই শ্রেয় বলে মনে করেছেন তাঁরা।

শুক্রবার দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। মহারাষ্ট্রের পরেই সংক্রমণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী। প্রসঙ্গত, দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। পরে অবশ্য লকডাউনের সময়সীমা ৩ মে সোমবার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। বিশ্বের কোনও দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের।

এদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। এদিকে দেশে করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*