রবিবার বিকালে দিল্লির তৈমুর নগর এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল বছর ৩৪-এর রূপেশ কুমার। আচমকা তার পিছন থেকে হন হন করে হেঁটে এল দুই যুবক। তার সামনে দাঁড়িয়ে রিভলভার থেকে গুলি করল তাদের একজন। রূপেশ লুটিয়ে পড়ল। খুনিরা দিব্যি হেঁটে হেঁটে চলে গেল। সিসিটিভিতে ধরা পড়েছে খুনের এই দৃশ্য।
রূপেশের প্রতিবেশীদের অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ীরা খুনিদের পাঠিয়েছিল। রূপেশ নিয়মিত এলাকায় মাদকের বিরুদ্ধে প্রচার চালাত। তাতেই খেপে গিয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ, পুলিশও টাকা নিয়ে মাদক ব্যবসায়ীদের সাহায্য করে।
রূপেশের দাদা উমেশও ড্রাগের বিরুদ্ধে প্রচার চালান। তিনি বলেন, এখানকার মাদক ব্যবসায়ীরা রোজ হাজার হাজার লোককে ড্রাগ বিক্রি করে। প্রায় ২৫-৩০ লক্ষ টাকার ব্যবসা। পুলিশও টাকা খেয়ে বসে আছে। এর বিরুদ্ধে প্রচার করার জন্য আগামীকাল আমিও মরতে পারি। কিন্তুও আমাদের লড়াই থামবে না।
রূপেশের মৃত্যুতে স্থানীয় মানুষ রেগে গিয়ে পথে নেমে আসে। কয়েকটি মোটর বাইক পুড়িয়ে দেয়। পুলিশকে লক্ষ করে ইট ছুঁড়তে থাকে। আহত হয়ে এক পুলিশকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন।
Be the first to comment