দিল্লীতে দূষনের পাশাপাশি বেড়ে চলেছে পথ দূর্ঘটনা

New Delhi: Vehicles ply on smog covered Rajpath in New Delhi on Saturday. PTI Photo by Manvender Vashist(PTI11_5_2016_000153B)
Spread the love

শুক্রবারও ঘন কুয়াশায় ঢাকা রাজধানী শহর। মন্দির মার্গ, আনন্দবিহারে ঘন ধোঁয়াশা ৷ ধোঁয়াশায় ঢাকা দ্বারকা, গুরুগ্রাম-সহ অন্যান্য এলাকাও। মাঝে মাঝেই ঝাঁঝালো গন্ধ। মাস্ক ছাড়া রাস্তায় নামলে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ভারী ও মাঝারি ট্রাক প্রবেশের ক্ষেত্রে জারি রয়েছে  নিষেধাজ্ঞা। প্রতিটি আউটপোস্টে চলছে কড়া নজরদারি। কয়েকদিন ধরে বাড়ছে দূষণের মাত্রা। তার জেরে ধোঁয়াশায় ঢাকা পড়েছে দিল্লি। এরই মাঝে দৃশ্যমানতা কম থাকায় শুক্রবার যমুনা নদীতে পড়ে গেল গাড়ি। মৃত্যু হয়েছে দু’জনের। রাস্তায় একটি বাঁক দেখতে পাননি চালক। যার জেরেই এই বিপত্তি। মৃত্যু হয় চালক দীপক জাঙ্গির ও কিষাণ যাদব নামে একজনের। এর আগে ৭ নভেম্বর নয়ডা-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটে। একে অপরকে ধাক্কা মারে ১৮টি গাড়ি। বাধ্য হয়েই আগামী ১৩ই নভেম্বর থেকে ফের অড-ইভেন ফর্মূলা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*