দিল্লির বাতাসে মাত্রাতিরিক্ত দূষণ, পুরনো ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা

Spread the love

শীতের শুরুতেই রাজধানী কার্যত ‘গ্যাস চেম্বার’-এ পরিণত হয়েছে। দূষণের মাত্রা এতটাই যে দিল্লিতে এখন দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দিল্লির বাতাসে ‘বিষ’ মিশতে শুরু করেছে। টানা দু’দিন ধরে ভয়াবহ অবস্থা রাজধানীর।হাঁসফাঁস করা রাজধানীর দূষণ কমাতে ইতিমধ্যেই নানা রকম পদক্ষেপ করছে দিল্লি সরকার। যানবাহনের উপর রাশ টানা হয়েছে। একই সঙ্গে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাস্তায় ডিজেলচালিত কোনও পুরনো গাড়ি নিয়ে বেরোলেই জরিমানা করা হবে।

শনিবার দিল্লিতে বাতাসের গুণমান গড় সূচক ছিল ৩৮১। দূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা কার্যকর করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এবার দিল্লির এই বিষাক্ত পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। দিল্লির এই বিষাক্ত বাতাসে দিনকয়েক টানা শ্বাস-প্রশ্বাস নিলে সম্পূর্ণ সুস্থ মানুষেরও শ্বাসযন্ত্রে সমস্যা দেখা দিতে পারে বলে মতামত বিশেষজ্ঞদের।

ইতিমধ্যেই দিল্লির রাস্তায় বিএস-৬ নয় এমন ডিজেলচালিত ছোট গাড়িগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে গাড়িচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। পরিবহণ দফতর থেকে এই ধরনের গাড়ির মালিকদের নোটিস পাঠানো হয়েছে। পরিবহণ দফতর থেকে এমন নির্দেশিকা পাঠানোর পরেও রাজধানীর রাস্তায় নিষিদ্ধের তালিকায় থাকা ডিজেলচালিত গাড়ি চলাচল করছে বলেও অভিযোগ উঠছে। বেশ কিছু অভিযোগ পাওয়ার পরে এ বার বিপুল অঙ্কের জরিমানার পথে হাঁটল পরিবহণ দফতর।

দিল্লির আকাশ তৃতীয় দিনেও ঘন ধোঁয়াশায় ঢাকা।রবিবার রাজধানীর বাতাসের গুণমানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর মাত্রা ৪০৮। একিউআই-এর মাত্রা ৪০০ ছাড়ালেই সেটিকে ‘বিপজ্জনক’ বলা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*