বাতাসে বিষ দিল্লির। দীপাবলির আগেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। অক্টোবর মাসে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য “খুব খারাপ” পরিস্থিতির দোরগোড়ায় রাজধানী। শনিবার ভোরবেলা থেকেই কুয়াশা আর দূষণ মিলে এক ঘোলাটে দিন দেখলো রাজধানী। আগামী দু’দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
দূষণসূচকের বেঁধে দেওয়া মাত্রা দীপাবলির আগেই অতিক্রম হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেধে দেওয়া পরিমাপের ২০ শতাংশ বেশি দূষিত দিল্লির বাতাস। পরিস্থিতি এমন যে বায়ুর গুণমান “বিষাক্ত” সূচক ছুঁই ছুঁই। আর দূষণের দিক থেকে দেশের রাজধানী বররাবরই প্রথম, তাই চিন্তায় দিল্লিবাসী। প্রশাসনের তরফ থেকে আতশবাজির বদলে লেজার লাইট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
পরিবেশবিদরা জানিয়েছেন, দিল্লির পরিস্থিতি এমন যে রবিবার ও সোমবার যদি আতশবাজি পোড়ানোয় রাশ না টানতে পারে প্রশাসন তাহলে দূষণের চাদরে ঢেকে যাবে রাজধানী ও পার্শ্ববর্তী শহর।
প্রসঙ্গত, গত বছর দূষণ এড়াতে নির্দিষ্ট পার্ক বা এলাকায় “সেফ অ্যান্ড গ্রিন” আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে, সেক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা। কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি দূষণ। এবছরও যেসকল পদক্ষেপ নিয়েছে প্রশাসন, তাতে দূষণ নিয়ন্ত্রণ হয় কি না সেটাই দেখার।
Be the first to comment