দূষণে নাজেহাল রাজধানী, ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল

Spread the love

রাজধানীবাসীর স্বাস্থ্যের কথা ভেবে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হল দিল্লির প্রশাসনের তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশেই এমন সিদ্ধান্ত ৷ দীপাবলির পর থেকেই লাগাতার বেড়ে চলেছে দূষণের মাত্রা ৷ সেকথা মাথায় রেখেই ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হলো সমস্ত স্কুল। দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা (পাবলিক হেলথ্‌ এমারজেন্সি) ঘোষণা করা হয়েছে।

এদিকে দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি আজ টুইট করেন, প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*