দিল্লির বাতাসের দূষণ সূচক 600 পার করায় রবিবার ৩২ টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হলো ৷ শনিবার বায়ু দূষণের সূচক ছিল ৪০৭, যা আজ বেড়ে দাড়ায় ৬২৫-এ ৷ রবিবারও ধোঁয়াশায় ঢাকা ছিল দিল্লির আকাশ ৷ তাই দৃশ্যমানতা কম থাকায় বিমানগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয় ৷ দূষণের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় মঙ্গলবার অবধি নয়ডায় বন্ধ থাকছে সব স্কুল ৷ সোমবার সুপ্রিম কোর্টে দূষণের বিষয়টি শুনবে ৷
দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, উত্তর ভারতে বায়ু দূষণ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে ৷ দিল্লি সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে ৷ এছাড়া তিনি কেন্দ্রের কাছে পরিস্থিতির মোকাবিলায় সাহায্যের আবেদন করেন। রবিবার দৃশ্যমানতা খারাপ থাকায় মোট ৩২ টি বিমানের যাত্রাপথ ঘোরানো হয়েছে যার মধ্যে ১২ টি এয়ার ইন্ডিয়ার বিমান ৷
সোমবার সুপ্রিমকোর্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অথরিটি (EPCA)-কে দিল্লির বাতাসের মান ও বায়ুদূষণের কারণ জানতে চেয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে ৷
Be the first to comment