প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন, বন্ধ করে দেওয়া হল দিল্লি-হাওড়া লাইনের রেল সেতু

Spread the love

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন ৷ এক নাগাড়ে বৃষ্টির ফলে দিল্লির বেশিরভাগ এলাকাই এখন জলমগ্ন ৷ বৃষ্টিতে জল বেড়ে গিয়েছে যমুনা নদীতেও ৷ ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল দিল্লি-হাওড়া লাইনের রেল সেতু। আজ রেলের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। রেল সেতু বন্ধ থাকায় বাতিল করা হয়েছে ২৭টি যাত্রীবাহী ট্রেন ৷

রেল সূত্রে খবর, ৭টি ট্রেন চলবে ঘুরপথে ৷ দিল্লি-হাওড়া রেলপথে রয়েছে লোহাপুল সেতু ৷ প্রায় ১৫০ বছর আগেকার এই সেতুটির উপর দিয়ে সারাদিনে বহু গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে ৷ রেলমন্ত্রকের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, যমুনা নদীর জল বিদপসীমা ২০৪.৮৩ মিটার অতিক্রম করে এখন ২০৫.৫৩ মিটারে বইছে। আর সেই কারণেই দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে লোহাপুলে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*