পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে দু’দিনের ধর্মঘট, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Spread the love

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে নতুন করে দেশজুড়ে বাড়তে শুরু করেছে পেট্রল ও ডিজেলের দাম। জ্বালানির জ্বালায় নাজেহাল আমজনতা। শুধু পেট্রল-ডিজেলই নয়, একধাক্কায় অনেকখানি বেড়ে সিলিন্ডার ও বাণিজ্যিক গ্যাসের মূল্যও। এসবের প্রতিবাদে আজ, সোমবার থেকে দু’দিনের ধর্মঘটে নেমেছেন রাজধানী দিল্লির অটো ও ট্যাক্সিচালকরা। যার ফলে সপ্তাহের প্রথম দিনই চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

লাগাতার বেশ কয়েকদিন ধরে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে ট্যাক্সি ও অটো চালকদের। তাই জ্বালানি মূল্য কমানো এবং ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে একাধিক ট্যাক্সি ও অটো ইউনিয়ন। ইতিমধ্যেই এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে ইউনিয়নের কর্তাদের। রাজ্যের তরফে বিষয়টি সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। ভাড়া বৃদ্ধি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছে কেজরিওয়াল প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও ধর্মঘটে নেমেছে ইউনিয়নগুলি।

দিল্লির অটো ও ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে ঘোষণা করা হয়েছিল, ১৮ ও ১৯ এপ্রিল দু’দিন ধরে ধর্মঘটে শামিল হবেন তারা। ফলে রাজধানীর রাস্তাঘাটে অটো ও ট্যাক্সি চলবে না। দিল্লি অটো রিক্সা সংঘের তরফে সাধারণ সম্পাদক রাজেন্দ্র সোনি সংবাদ সংস্থা এএনআইকে জানান, কেন্দ্র এবং দিল্লি সরকার তাঁদের চাহিদা পূরণ করছে না। সিএনজির (CNG) উপর ভরতুকি চাওয়া হয়েছিল। পেট্রল ও ডিজেলের যাতে আর মূল্যবৃদ্ধি না ঘটে, তাও সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। কিন্তু কেজরিওয়াল সরকার সেসব দাবি কানে তোলেননি। এর কারণে প্রথমে দু’দিন বিক্ষোভ দেখানো হয়। তাতেও সরকারের টনক না নড়ায় এবার ধর্মঘটের পথে হেঁটেছেন তাঁরা।

কিন্তু রাজধানীর বিভিন্ন রাস্তায় অটো ও ট্যাক্সি না মেলায় সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। অল্প রাস্তা যেতে বিকল্প পথ অনুসরণ করতে হচ্ছে তাঁদের। আগামিকালও একই সমস্যার সম্মুখীন হতে হবে তাঁদের। ফলে কেন্দ্র ও আপ সরকারের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষেরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*