দিল্লিতে জারি রয়েছে শৈত্যপ্রবাহ। আর দৃশ্যমানতা কম থাকায় ব্যহত হচ্ছে ট্রেন চলাচল। জানা গিয়েছে শুক্রবার কমপক্ষে ২৫টি ট্রেন দেরিতে চলছে। ৫টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় ১৮টি ট্রেন। শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় চাদরে ঢেকে রয়েছে রাজধানী শহর। শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছে।
মূলত, দৃশ্যমানতা কম থাকায় এর আগে একাধিকবার ব্যাহত হয়েছে রেল পরিষেবা। দৃশ্যমানতা ও প্রযুক্তিগত সমস্যার জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে শীতের জেরে সমস্যায় পড়েছেন অনেকেই।
Be the first to comment