দিল্লির হিংসায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

Berlin, Germany - November 04: Antonio Guterres, High Commissioner for Refugees of UNHCR, attends a press conference in german foreign office on November 04, 2015 in Berlin, Germany. (Photo by Michael Gottschalk/Photothek via Getty Images)
Spread the love

দিল্লির হিংসায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস উত্তর-পূর্ব দিল্লির হিংসায় নিহতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন। পাশাপাশি হিংসা রুখতে দ্রুততার সঙ্গে মানুষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। দিল্লিতে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১০৬ অপরাধীকে। এফআইআর হয়েছে ১৮টি। দিল্লির ২০০ আহতের মধ্যে প্রায় ৭০ জন গুলিবিদ্ধ।

এদিকে, হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। আহত ২২ জনের মধ্যে আরও সাতজনের মৃত্যু হয়েছে গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে। ১৫ জন এখনও চিকিৎসাধীন। ২ জন লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, বুধবার হিংসা কবলিত এলাকায় যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, ‘দিল্লি হিংসায় নিহতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া গুরুতর জখম ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করবে সরকার।’

তিনি আরও বলেন, হিংসায় ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে সরকারের তরফে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আর্থিক সহায়তার টাকা সরাসরি আহত এবং নিহতদের পরিবারের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, হিংসায় নিহত কনস্টেবল রতন লালার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*