আইপিএস নগেন্দ্রকে চেয়ে মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের

Spread the love

রোজদিন ডেক্স: একুশের বিধানসভা নির্বাচন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটযুদ্ধ ছিল। যেখানে লাগাতার চেষ্টা করার পরও মোদী–শাহের অশ্বমেধের ঘোড়া রুখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই হয়েছিল। ফলাফল নিয়ে বিতর্ক আছে। তবে নন্দীগ্রাম বিধানসভা আসনে পুলিশের ব্যবস্থা রাখার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠি। যাঁর বক্তব্য আজও রাজ্য–রাজনীতিতে স্মরণীয় হয়ে রয়েছে। নন্দীগ্রামের বয়ালের একটি বুথের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ‘‌ম্যাডাম খাকি পরে দাগ নেব না।’‌ এবার দাগ ছাড়া নগেন্দ্রকে ডেকে নিল নয়াদিল্লি। তবে এই ডাক শাস্তির জন্য নয়। এই ডাক এসেছে পুরষ্কৃত করার জন্য।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার একটি চিঠি পাঠান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। সেই চিঠিতে নগেন্দ্র ত্রিপাঠিকে সিআইএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এটা একপ্রকার নগেন্দ্র ত্রিপাঠির কাছে পুরষ্কারই বটে। তবে এই পুরষ্কার নিয়ে কোনও বিতর্ক নেই। কারণ নগেন্দ্র ত্রিপাঠি ছাড়াও আরও দু’‌জন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই দু’‌জন হলেন, অবধেশ পাঠক এবং আন্নাপ্পাই। এই দু’‌জনকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে পাঠানোর প্রস্তাব উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবে নবান্ন তাঁদের ছাড়ছে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*