নোট বাতিলের পর তড়িঘড়ি নতুন নোট ছড়িয়ে দিতো কত খরচ হয়েছিল? জানেন

Spread the love

জানেন কি, নোট বাতিলের পর তড়িঘড়ি নতুন নোট ছড়িয়ে দিতো কত খরচ হয়েছিল? প্রায় ২৯.৪১ কোটি টাকারও বেশি। একটি আরটিআইয়ের উত্তরে এই তথ্য জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে বায়ু সেনার সি-১৭, সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানকে আসরে নামানো হয়। দ্রুততার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ২০০০ ও ৫০০ টাকার নতুন নোট পৌছে যায়। যদিও তাতেও নোটের আকাল ঠেকানো যায়নি পুরোপুরি। ২০১৬ সালের ৮ নভেম্বর, রাতারাতি অচল হয়ে যায় ১ হাজার ও ৫০০ টাকার নোট। কয়েকদিনের মধ্যেই ৮৬ শতাংশ টাকা তুলে নেওয়া হয় মার্কেট থেকে। ফলে বাজার জুড়ে নগদের ভয়াবহ শূন্যতা তৈরি হয়। সেসময় টাঁকশাল, প্রিন্টিং প্রেস থেকে নগদ পৌছে দিতে বায়ু সেনার বিমানের সাহায্য নেওয়া হয়। প্রায় ৯১ বারেরও বেশি দেশের বিভিন্ন প্রান্তে উড়ে যেতে হয়েছিল। ২৯.৪১ কোটি টাকা শুধু উড়ান বাবদই খরচ হয়েছিল সেসময়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*