নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যু সায়েশা ব্যানার্জির, পথে নামলো সাধারন মানুষ

Spread the love
সোমবার কলকাতার নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যু হয় শিলিগুড়ির বাসিন্দা সায়েশা ব্যানার্জি(৭)-র মৃত্যু হয়। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে পরিবার। চিকিৎসার জন্য সায়েশা প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হলে তারা তাদের কলকাতা শাখায় স্থানান্তরিত করার পরামর্শ দেয়। সেইমতো কলকাতায় সায়েশাকে আনলেও শেষরক্ষা হয়নি।
সায়েশার অকাল প্রয়াণে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসককে কাঠগড়ায় দাঁড় করিয়ে আজ শহর শিলিগুড়িতে মোমবাতি মিছিল হয়। মিছিলে পা মেলায় BJP, তৃণমূল সহ স্থানীয় বাম নেতৃত্ব। সায়েশার মৃত্যুতে মানবিকতার খাতিরেই এক হল ডান ও বাম সব রাজনৈতিক দল। এক ছাতার তলায় এসে একই সুরে কথা বলল তারা। এছাড়াও, মিছিলে পা মেলায় এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা। শহরের বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল শেষ হয় বাঘাযতীনে পার্কেই।
BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরি বলেন, “সায়েশার মৃত্যুতে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি। এখানে কোনও রাজনীতি নেই। আমরা সকলে মিলে পথ হাঁটছি। বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলি যেভাবে বাণিজ্যিক উন্নতির জন্য অনবরত ফুলের মতো শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে তা মানা যায় না। স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকারের আরও কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়াল জানান, চিকিৎসক ছাড়া সমাজ অচল। সেক্ষেত্রে সায়েশার পরিবারও ওই চিকিৎসকের উপর ভরসা রেখেছিলেন। কিন্তু, আদতে কোনও লাভ হয়নি। চিকিৎসকর ভুলেই মৃত্যু হয়েছে সায়েশার। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের আরও মানবিক হওয়া প্রয়োজন বলে তিনি আরও জানান।
সায়েশার বাবা সৌমিক ব্যানার্জি বলেন, “দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা। আশা রাখছি, পুলিশের তরফে সদর্থক ভূমিকা নেওয়া হবে। আমরা সোশাল মিডিয়ায় প্রতিবাদ মিছিলে সকলকে সামিল হতে বলেছিলাম। বহু মানুষ এসেছেন। আমরা চাই এবার স্বাস্থ্যদপ্তরও উদ্যোগী হয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*