শুক্রবার ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবতির ৷ আজ সকালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার নারায়নপুরের পার্থ নগরীর বাসিন্দা মামনি দাসের ৷ জানা গিয়েছে, ৩ সেপ্টেম্বর মধ্যরাতে ওই বেসরকারি হাসপাতালে মামনিকে ভর্তি করানো হয়েছিল। তাঁকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-এ ।
হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার পর থেকেই ডেঙ্গি আক্রান্ত মামনির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বৃহস্পতিবার তার ডায়ালিসিস করা হয় এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়। বৃহস্পতিবার রাত থেকেই মামনির অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গির কারণে মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করা হয়েছে ।
প্রসঙ্গত, গত রবিবার ১ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত মামনির রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গির ভাইরাস পাওয়া যায় ৷ এরপর মঙ্গলবার তাকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেইদিনই থেকে তাকে বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে রেফার করে দেওয়া হয়।
এদিকে ডেঙ্গিতে মৃত্যুর খবর পেয়ে বিধাননগর পৌরনিগমের উপমহানাগরিক তাপস চট্টোপাধ্যায় বলেন, আমরা ওই যুবতির ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। ডেঙ্গি এখন বড় ব্যাধির আকার ধারণ করেছে। আমরা সকলে মিলে এই সমস্যার সমাধান করতে চাই। মানুষকে আরও সচেতন হতে হবে। ডেঙ্গি মোকাবিলায় বিধাননগর পৌরনিগম পক্ষ থেকে আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি ।
Be the first to comment