সুস্থ হয়ে উঠেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। ভারতীয় সময় রাত বারোটা থেকে আবারও ওই ম্যাচ শুরু হয়েছে। উয়েফার পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুই দলের ফুটবলাররা এই ম্যাচটি চালিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেন। সেকারণে আবারও ডেনমার্ক ফিনল্যান্ড ম্যাচ শুরু করা হয়েছে। সেইসঙ্গে জানানো হয় যে প্রথমার্ধের চার মিনিট প্রথমে খেলা হবে। তারপর পাঁচ মিনিটের বিরতি। ফের শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা।
প্রসঙ্গত, মেডিকেল ইমারজেন্সির কারণে এই ম্যাচটি প্রথমে বাতিল করে দেওয়া হয়েছিল। খেলা চলাকালীন মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। আপাতত তিনি হাসপাতালে রয়েছেন। আর তাঁর শারীরিক অবস্থাও যথেষ্ট স্থিতিশীল। উয়েফার পক্ষ থেকে ক্রিশ্চিয়ান এরিকসনের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। সেইসঙ্গে দুই দলের খেলোয়াড়সুলভ মনোভাবেরও প্রশংসা করা হয়েছে। তবে ক্রিশ্চিয়ানের বদলে মাঠে নেমেছেন জেনসেন।
Be the first to comment