রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটি, বিরোধীদের প্রার্থী হতে পারেন সুখেন্দুশেখর রায়

Spread the love
আগামী বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটি হবে। বিরোধীদের প্রার্থী হতে পারেন তৃণমূলের সুখেন্দুশেখর রায়।  এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সম্ভবত সোমবারই।
এনডিএ থেকে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের হরিবংশ নারায়ণ সিংকে প্রার্থী করা হচ্ছে। ভোটে জিততে চাই ১২৩ টি ভোট। এনডিএ যদি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ও নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের ভোট পায়, তাহলে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে।
হরিবংশ পেশায় সাংবাদিক। প্রথমবার সাংসদ হয়েছেন। এর আগে নীতীশ নানা বিষয়ে এনডিএ-র কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকদের ধারণা, তাঁকে খুশি করতেই জেডি ইউয়ের এক এমপিকে ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী করা হচ্ছে।
২৪৫ আসনের রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ আছেন ৫১ জন। কিন্তু কংগ্রেস বিরোধীদের কাছে ঐক্যের বার্তা দেওয়ার জন্য ভিন্ন দলের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। বিরোধীরা চাইছে এমন কাউকে প্রার্থী দাঁড় করতে যাঁকে বিজু জনতা দল ও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি সমর্থন করবে। কিন্তু ওই দুই দল ইতিমধ্যে সরকারপক্ষের প্রার্থীকে সমর্থন করবে বলে জানিয়েছে।
এর আগে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ভোট হয়েছিল ১৯৯২ সালে। কংগ্রেসের প্রার্থী ছিলেন নাজমা হেপতুল্লা। বিরুদ্ধে ছিলেন রেণুকা চৌধুরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*