অনেক দিন পর। ফের ক্যুইজ মাস্টারের ভূমিকায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগণা জেলা কমিটির উদ্যোগে শনিবার বারুইপুর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল চ্যালেঞ্জ।’ সেখানেই ৪২টি স্কুল এবং কলেজ ছাত্রদের নিয়ে আলোচনা সভা এবং ক্যুইজ কন্টেস্টে মাস্টারের ভূমিকা নিলেন ডেরেক।
মূলত বাংলার বেশ কয়েকটি প্রজন্ম ডেরেককে চেনেন ক্যুইজ মাস্টার হিসেবেই। কিন্তু রাজনীতিতে পুরোদমে যোগ দেওয়ার পর থেকেই দিদি তাঁকে দিল্লিতেই বেশি সময় রেখে দেন। সর্বভারতীয় স্তরে তৃণমূলের অন্যতম মুখপাত্রও তিনি। বাংলা তো বটেই, ইংরাজি সংবাদমাধ্যমেও দলের মুখ হিসেবে প্রায়ই দেখা যায় তাঁকে। কিন্তু মাঝের বেশ কিছুটা সময় ক্যুইজ মাস্টার ডেরেককে দেখতে পাননি বঙ্গবাসী। শুক্রবার বারাসতে ডিজিটাল চ্যালেঞ্জ হোস্ট করার পর, এ দিন বারুইপুরেও তাঁকে দেখা গেল পুরনো মেজাজে। নিজস্ব স্টাইলের রসিকতার সঙ্গে সাধারণ জ্ঞানের প্রশ্ন।
মাস কয়েক আগেই নজরুল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ডিজিটাল কনক্লেভ অনুষ্ঠিত হয়েছিল । জেলা থেকে বাছাই করা সোশ্যাল মিডিয়ায় পারদর্শী কর্মীদের এনে কী ভাবে আগামী দিনে বিজেপি-র বিরুদ্ধে লড়তে হবে তার বার্তা দেওয়া হয়েছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। এরপরই সরকারের বিভিন্ন প্রকল্প ছাত্র সমাজের কাছে নিয়ে যাওয়ার জন্য জেলায় জেলায় ‘ডিজিটাল চ্যালেঞ্জ’ কর্মসূচি গ্রহণ করে যুব তৃণমূল।
Be the first to comment