আবারও পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। শনিবারই বলরামপুরের ডাভা গ্রামে মিলল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম দুলাল কুমার। গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন দুলাল। অবশেষে বিদ্যুতের টাওয়ার থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। তবে, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুলাল আত্মঘাতী হন।
অন্যদিকে, বুধবার সকালে পুরুলিয়ার বলরামপুরের সুপুরডি গ্রামেও মিলেছিল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। গ্রাম লাগোয়া খেতের মধ্যে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ২১ বছরের ত্রিলোচন মাহাতর দেহ উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বলরামপুর কলেজের ছাত্র ত্রিলোচন বিজেপি কর্মী। মঙ্গলবার সন্ধে থেকে নিখোঁজ ছিলেন তিনি। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় মানিব্যাগ, টুপি ও মোবাইল ফোন। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন বিজেপির কর্মীরা। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি পুরুলিয়ায় পরপর বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার ডেরেক ওব্রায়েন বলেন, আমরা এই নারকীয় হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সমস্ত বিষয়টির তদন্ত করা আবশ্যক। অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তির দাবি জানিয়েছেন ডেরেক। ঝাড়খন্ড সীমান্ত কী ভূমিকা পালন করছে? বজরং দল, মাওবাদী ও বিজেপি ঘটনার সঙ্গে জড়িত আছে কী না তা খতিয়ে দেখতে হবে। সঠিক তদন্ত করে সত্য বেরিয়ে আসুক এই দাবিই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
Be the first to comment