করোনা আক্রান্ত হলেন তৃণমূল মুখপাত্র তথা সাংসদ ডেরেক ওব্রায়েন। টুইট বার্তা দিয়ে তিনি জানিয়েছেন সে কথা। ডেরেকের কথায়, ‘আমার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছি। গত তিনদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন এবং দেহে উপসর্গ দেখা গিয়েছে, তাঁরা দয়া করে চিকিৎসকের পরামর্শ নিন।’ রাজনীতিকের সংযোজন, ‘আমি অত্যন্ত সতর্ক ছিলাম। যাকে বলে আল্ট্রা কেয়ারফুল। তবু আক্রান্ত হলাম।’ এদিক সাধারণকে সতর্ক করে #MaskUpIndia ব্যবহার করেছেন তিনি। যাতে করোনা ঠেকাতে সকলে মাস্ক পরেন, সেই অনুরোধই জানিয়েছেন ডেরেক।
উল্লেখ্য, এদিন সকালেই BCCI চিফ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই আইসোলেশনে চলে গিয়েছিলেন সৌরভ। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, গত দু’ দিন ধরেই জ্বর ও সর্দিতে ভুগছিলেন সৌরভ। তবে করোনার অন্য কোনও উপসর্গ ছিল না তাঁর। অর্থাৎ গন্ধ বা স্বাদ চলে যাওয়ার কোনও ঘটনা ঘটেনি বলেই খবর।
এদিকে দেশে বাড়ছে ওমিক্রন। জানা গিয়েছে, বর্তমানে কোভিডের নয়া ভ্যারিয়েন্টের শিকার ৬৫৩ জন। জানা গিয়েছে, ওমিক্রন আক্রান্তের নিরিখে এগিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১৬৭। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৬৫। কেরালায় আক্রান্তের সংখ্যা ৫৭। তেলঙ্গানায় ৫৫ জন, গুজরাটে ৪৯ জন, রাজস্থানে ৪৬ জন, তামিলনাড়ুতে ৩৪ জন, কর্নাটকে ৩১ জন, মধ্যপ্রদেশে ন’ জন, ওডিশায় আট জন, অন্ধ্রপ্রদেশে ছ’ জন, পশ্চিমবঙ্গে ছ’ জন, হরিয়ানায় চার জন, উত্তরাখন্ডে চার জন, চণ্ডীগড়ে তিন জন, জম্মু ও কাশ্মীরে তিন জন, উত্তর প্রদেশে দু’ জন, গোয়ায় এক জন, হিমাচল প্রদেশে এক জন, লাদাখে এক জন, মণিপুরে এক জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ১৮৬ জন ওমিক্রন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।
Be the first to comment