রোজদিন ডেস্ক :-
আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের মৃত্যু ও ধর্ষণের ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত। আবারো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো দেশ বাঁচাও গণ মঞ্চ। তাঁরা চান দোষীর কঠোরতম শাস্তি হোক। হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তেও সোচ্চার তাঁরা। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তাঁরা মনে করেন ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের দাবি ন্যায্য। কিন্তু হাসপাতালে জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু রাখা হোক এই বিষয় সর্ব স্তরের ডাক্তার দের প্রতি আবেদন তাঁদের। সরকারি হাসপাতালের ওপর প্রান্তিক মানুষদের, দুর দূরান্তের মানুষদের নির্ভরতা অনেক বেশি। তাই সরকারি হাসপাতালের চিকিৎসা চালু না থাকলে বহু সাধারণ মানুষদের জীবনের সংকট। দেশ বাঁচাও গণ মঞ্চ উদ্বেগ প্রকাশ করে বলেন ইতিমধ্যে ২জন মারাও গিয়েছে। তাই সকলের কাছে তাঁদের আবেদন তদন্ত, বিচার প্রক্রিয়ার পাশাপাশি হাসপাতালের গুলি চালু থাকুক। হাসপাতালে আসা মানুষ যেন চিকিৎসা না পেয়ে অসহায় ভাবে মৃত্যুবরণ না করেন। তাঁরা মনে করিয়ে দেন সাধারণ রোগীর সেবা করা তো ডাক্তারদেরি শপথ, তাই তাদের একান্ত আবেদন পরিষেবা চালু রাখুন।
Be the first to comment