প্রণব মিশ্র
দেশপ্রাণ মহাবিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হল সোমবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নোটন সিং। এছাড়া উপস্থিত ছিলেন গোপীনাথ খুটিয়া, সত্তিকা ওঝা, শিউলী খাটুয়া, শিক্ষা কর্মী সৌমিত্র সিংহ ও পরিচালন কমিটির সদস্য সৌম্য মাইতি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা আবেদ আলী খান। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ছিলেন ইউনিট সভাপতি নিমাই দাস, নিতাই বারিক, সুরজিৎ মাইতি, সঞ্জীব বেরা, শেখ সুরজ, অরিন্দম দেবনাথ, সুমি মন্ডল, পৌলোমী মাইতি অরুনিমা হাজরা।
শিক্ষক দিবসে কলেজের স্টেট এডেড কলেজ টিচার গোপীনাথ খুটিয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি উড়িষ্যা সরকারের অধীনে সরকারি কলেজে অধ্যাপক এর চাকরি পেয়েছেন। এদিন গোপীনাথ খুটিয়া বলেন , পশ্চিমবাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন তুলনা হয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে আমরা স্টেট এডেটেড কলেজ টিচার হতে পেরেছি। যার ফলে আমাদের মতো গরিব ছেলেরা পড়াশোনায় আরো মন দিতে পেরেছি। নিজেকে আরও তৈরি করতে পেরেছি। ফলে আমি অধ্যাপক হতে পেরেছি। তাই আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Be the first to comment