মেয়রের আশ্বাসের পরেও ধনধান্য অডিটোরিয়ামে বাতিল হয়ে গেল চিকিৎসকদের কনভেনশন

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

আরজি কর কাণ্ডের প্রতিবাদেই আগামী ২৭ সেপ্টেম্বর একটি কর্মসূচি করার কথা জুনিয়র ডাক্তারদের। এই জন্য তাঁরা ধনধান্য অডিটোরিয়াম ‘বুক’ করেছিলেন। কিন্তু এখন অভিযোগ উঠেছে, সেই অডিটোরিয়ামে কোনও কর্মসূচি তাঁদের করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি শহরের বুকে অন্যান্য যে বড়ো অডিটোরিয়ামগুলো আছে সেগুলিও তাদের বুকিং গ্রহণ করে না। ডাক্তারদের অভিযোগ, মেয়র ফিরহাদ হাকিমের কাছ থেকে এর জন্য মঙ্গলবারই অনুমতি নিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও অজ্ঞাত কারণে তাঁদের ‘না’ বলে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছে, আগামী ২৭ তারিখ যে কর্মসূচির আয়োজন তাঁরা করেছেন তা হবেই। তবে ধনধান্য অডিটোরিয়ামে নয়, এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে ওই কর্মসূচি আয়োজিত হবে বলে জানিয়েছেন তাঁরা। ২৭ সেপ্টেম্বর একটি গণকনভেনশনের আয়োজন করেছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু ধনধান্যে কেন তাঁদের কর্মসূচি হল না? এই বিষয়ে কথা বলতে গিয়ে তাঁরা জানান, স্পষ্টভাবে কোনও ব্যাখ্যাই দেওয়া হয়নি।
অন্যদিকে, বুধবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএসকেএম হাসপাতালের কিছু পড়ুয়া শহরের একটি মলে গিয়েছিলেন সাংস্কৃতিক কর্মসূচির জন্য। সেখানেও অনুমতি থাকার পরেও আজ সন্ধ্যায় তাঁদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তারপর এই ধনধান্যের ঘটনা। এদিন জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে জানান, তাঁদের প্রশ্ন করা হয়েছে, প্রতিবাদ তো বন্ধ হয়ে গেছে। তা হলে এখনও কেন এই সব ভিত্তিহীন কর্মসূচি করছেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*