হঠাৎ করে ধ্বংস হবে এ পৃথিবী, এ কেমন কথা!

Spread the love

রাজ –
বুঝতে পারছি না কিভাবে আমি ব্যাপারটাকে মেনে নেবো। আগামীকাল নববর্ষ। বছরের প্রথম দিন বেশ আনন্দ খুশি নিয়ে দিন কাটাবো, নতুন জামা কাপড় পড়বো। খুশি মনে সারাটাদিন পরিবারের সাথে কাটাবো। কিন্তু এমন একটা খবর দেখলাম যা প্রকাশ না করে পারলাম না। আমার তো বেশ মজাই লাগছে ব্যাপারটা। কিনা পৃথিবী ধবংস হয়ে যাবে ঘোষণা হয়েছে। নতুন এই ঘোষণায় শোরগোল সারা বিশ্ব। গত বছরের সেপ্টেম্বরে পৃথিবী ধ্বংস হওয়ার কথা ছিল। তা হয়নি। সেইসময়ে তা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল। বিজ্ঞানী-অবৈজ্ঞানিক মহলে প্রচুর আলোচনাও চলেছিল। যদিও আমরা সকলেই বহাল তবিয়তে বেঁচে রয়েছি। পাল্টে গিয়েছে একটি বছর। তবে এবার নাকি সত্যিই পৃথিবী ধ্বংস হতে চলেছে। নতুন এই দাবি ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বলা হচ্ছে একসঙ্গে পৃথিবীর সমস্ত জনপদ ও জীবন ধ্বংস হতে চলেছে। আগামী ২৩ এপ্রিল সেই কালো দিন। সেদিন মৃত্যু গ্রহ বা ডেথ প্ল্যানেট-এর আবির্ভাব হবে মহাকাশে। যার ফলে নিশ্চিত হবে পৃথিবীর ধ্বংস।
এবার পাঠকগণ বলুন, আমিতো বেশ বিরক্ত এই ঘোষণায়, আপনারা কি বলেন? আদৌ কি এটা সম্ভব…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*